October 28, 2025, 12:21 am
Headline :

ভারতের সাথে সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনবে: পাকিস্তান

ভারতের সাথে সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনবে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে ভবিষ্যতে নতুন করে কোনো সংঘর্ষ হলে তা “বিপর্যয়কর ধ্বংস” ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, দেশটি কোনো অবস্থাতেই সংযম প্রদর্শন করবে না এবং শক্ত প্রতিক্রিয়া জানাবে।

সম্প্রতি ভারতের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেয়। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাব হবে এমন ধ্বংসাত্মক যে “ইতিহাস ও ভূগোলই বদলে যাবে।”

আরও পড়ুন:

প্রধান উপদেষ্টাকে শাহবাজ শরিফের পাকিস্তান সফরে আমন্ত্রণ

কাল থেকে ভারতে ভ্রমণের নতুন নিয়ম

নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কা: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

এরপর ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেন, পাকিস্তান যদি মানচিত্রে টিকে থাকতে চায়, তবে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় বাহিনী এবার কোনো ধরনের সংযম দেখাবে না বলেও জানান তিনি।

ভারতের এসব মন্তব্যের জবাবে পাকিস্তানের আইএসপিআর প্রতিক্রিয়া জানায়— “ভারতের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান ও বিমানবাহিনী প্রধানের উস্কানিমূলক বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের মন্তব্য ভবিষ্যৎ সংঘাতকে ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। যদি শত্রুতা শুরু হয়, পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page