নিজস্ব প্রতিবেদক :
আগামী জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের অংশগ্রহণে একটি মহাসম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ। এই সম্মেলন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেন নোয়াব সভাপতি।
এ কে আজাদ বলেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনার প্রতিবাদে এই মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, সাংবাদিক সমাজের ওপর বারবার হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, “দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে যারা আগুন দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সাংবাদিকরা প্রকৃত অর্থে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে মব সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জোর দাবি জানান।