নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ (দাউদ খান) ভারতে পালিয়ে গেছেন। এ তথ্য আগেই জানিয়েছিলেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এবার তিনি আরও দাবি করেছেন, ফয়সাল ভারত থেকে সেলফি পাঠিয়েছেন।
সায়ের বলেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ফয়সাল ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। পুলিশের জাহাঙ্গীর কবির নানক পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটি ভারতীয় মোবাইল নম্বর (+91 6001394…) সরবরাহ করেন।

এই নম্বর ব্যবহার করে ফয়সাল রাতের সময়ে বিভিন্ন নম্বরে নিজের সেলফি পাঠান। একটি ইন্টারসেপ্ট করা সেলফি নিশ্চিত করেছে, ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হওয়া হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন, আর এ ঘটনার পর সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলমান।