অনলাইন ডেস্ক :
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রবাসী মো. শাহ আলম নামের এক যাত্রীর ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে যাত্রী তার সৌদি এয়ারলাইন্সের সঙ্গে অভিজ্ঞতা তুলে ধরেছেন।
এর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার (১৩ ডিসেম্বর) রাতে জানায়, যাত্রীর ফ্লাইট দুপুর ১২টা ২৫ মিনিটে নির্ধারিত ছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, চেক-ইন কাউন্টার ১১টা ২৫ মিনিটে বন্ধ হওয়ার কথা থাকলেও সৌদি এয়ারলাইন্স যাত্রী সেবার জন্য সাড়ে ১১টায় কাউন্টার বন্ধ করে।
মো. শাহ আলম সকাল ১১টা ২৮ মিনিটে হেভি লাগেজ গেট-১ দিয়ে প্রবেশ করেন এবং ১১টা ৩১ মিনিটে চেক-ইন কাউন্টারে পৌঁছান। তখন বিমান লোড সম্পন্ন হওয়ায় তার চেক-ইন সম্ভব হয়নি। পরবর্তী ফ্লাইটের জন্য রিশিডিউল চার্জ হিসেবে ৩৩ হাজার টাকা দাবি করা হয়। পরে তিনি কাউন্টারে এসে ভিডিও ধারণ শুরু করেন এবং উত্তেজনা সৃষ্টি হয়।
বেবিচক জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত এভসেক সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, এবং সৌদি এয়ারলাইন্সের সহায়তায় ৩৪,৩৩২ টাকা পরিশোধের পর যাত্রী ১৩ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
বেবিচক এই ঘটনার মাধ্যমে স্পষ্ট করেছে যে, যাত্রীর রিশিডিউল চার্জ সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী ধার্য করা হয়েছিল, কোনো ঘুষের ঘটনা ঘটেনি।