অনলাইন ডেস্ক :
সরকারি সিদ্ধান্ত কার্যকর থাকলেও এখনো দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের দাপ্তরিক নথি ও চিঠিপত্রে পাঁচটি জেলার পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার নামের সংশোধিত ইংরেজি বানান ব্যবহার করার জন্য পুনরায় তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
সম্প্রতি বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জেলা পাঁচটির ইংরেজি নাম বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হয়েছে।
তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এখনো তাদের চিঠিপত্র, নোটিশ ও দাপ্তরিক নথিতে পুরোনো ইংরেজি বানান ব্যবহার করছে, যা সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়—চট্টগ্রামের ক্ষেত্রে ‘Chittagong’-এর পরিবর্তে ‘Chattogram’, কুমিল্লার জন্য ‘Comilla’-এর বদলে ‘Cumilla’, বরিশালের ক্ষেত্রে ‘Barisal’-এর পরিবর্তে ‘Barishal’, যশোরের জন্য ‘Jessore’-এর স্থলে ‘Jashore’ এবং বগুড়ার ক্ষেত্রে ‘Bogra’-এর পরিবর্তে ‘Bogura’ বানান ব্যবহার করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে পুরোনো বানান পরিহার করে সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণের জন্য আবারও অনুরোধ জানিয়েছে।