স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্যারালাইজড রইচ উদ্দিন (৭২) ঘর থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মৃত ইউসুফ তেলির ছেলে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ১০টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৭টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।