নিজস্ব প্রতিবেদক,
বৃটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষে এক প্রীতি সম্মেলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সামছুউদ্দীন।
তিনি বক্তব্যে বলেন, “এই দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। বৃটিশ ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে আমরা স্বাধীনতার প্রথম ধাপ অর্জন করি। এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণ করতে হবে।”
প্রীতি সম্মেলনে বক্তারা দেশের ইতিহাস, মুক্তির সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে ফুল ও শুভেচ্ছা বিনিময় করা হয়।