অনলাইন ডেস্ক:
ইতালির কারাগারগুলোতে এক যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে চালু হয়েছে বন্দিদের জন্য ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। এই উদ্যোগের মাধ্যমে স্বামী-স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের এখন কারাগারের মধ্যেই ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে।
গত শুক্রবার মধ্য ইতালির আমব্রিয়া (উমব্রিয়া) অঞ্চলের তেরনি কারাগারে এই বিশেষ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশটির ইতিহাসে এই প্রথমবার কোনো কারাগারে এমন ব্যবস্থা চালু হলো।
ইতালির ইতিহাসে এই প্রথম কোনো কারাগারে এ ধরনের ব্যবস্থা চালু হলো। দেশটির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায়ের পরই এই পদক্ষেপ নেওয়া হয়। আদালত তাঁর রায়ে বলেছিলেন, কারাবন্দিদেরও তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ও একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো বহু দেশেই এই ধরনের ‘কনজুগাল ভিজিট’ বা দাম্পত্য সাক্ষাতের অনুমতি রয়েছে।
আমব্রিয়ার (উমব্রিয়া) কারাগারের বন্দি অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও (জুসেপ্পে কাফোরিও) জানিয়েছেন, উদ্বোধনের দিনই এক কারাবন্দি তাঁর নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।
জিওসেপ্পে কাফোরিও বলেন, “আমরা খুবই খুশি, কারণ প্রথম সাক্ষাৎটি বেশ ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা জরুরি এবং তা অব্যাহত রাখা হচ্ছে।” তিনি আরও জানান, এই পরীক্ষামূলক উদ্যোগটি সফল হয়েছে এবং আগামী দিনগুলোতেও এ ধরনের আরও সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।
ইতালির বিচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব বন্দিকে এই সুযোগ দেওয়া হবে তাঁরা তাঁদের সঙ্গীর সঙ্গে দুই ঘণ্টা পর্যন্ত নির্ধারিত কক্ষে থাকতে পারবেন। কক্ষে একটি বিছানা ও শৌচাগার থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে কক্ষের দরজা আংশিক খোলা রাখা হবে— যাতে জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করতে পারে।