September 11, 2025, 10:47 am
Headline :
কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, যান চলাচল স্থবির নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি প্রস্তাব করল সুশীলা কারকির নাম কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৫ বাংলাদেশ–শ্রীলঙ্কার পর নেপাল: প্রতিবেশীর অস্থিরতায় উদ্বিগ্ন দিল্লি হেলিকপ্টারের দড়ি আঁকড়ে পালালেন নেপালের মন্ত্রীরা আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রংপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রংপুরে সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

রংপুর প্রতিনিধি

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সকল সাংবাদিক সমাজ।

শনিবার (৯ আগস্ট) সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন,রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত অন্তত দু’শতাধিক গণমাধ্যম কর্মী।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবু, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে।

এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page