আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের এপ্রিল মাসে চীন সফর করবেন। বিষয়টি তিনি নিজেই জানান। তবে সফরের সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশ করেননি। খবর আল জাজিরার।
দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার সফরের কিছুদিন পর শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন।
ট্রাম্প আরও জানান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে এবং এতে বড় কোনো বাধা নেই। তিনি বলেন, “আমাদের একটি চুক্তি হয়েছে, এবং প্রতি বছর আমরা এটি পুনঃআলোচনা করব।”
এ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামানো হয়েছে। এছাড়া দু’দেশই দুর্লভ খনিজ সরবরাহ সম্পর্কিত এক বছরের চুক্তিতে পৌঁছেছে।