October 30, 2025, 12:54 pm
Headline :

সাময়িক বন্ধের পর আবার পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু

জেডটিভি বাংলা ডেস্ক :
সাময়িক বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা মেট্রোরেল আবারও পুরোদমে চলাচল শুরু করেছে। বুধবার রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল, তবে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।বুধবার রাত সোয়া নয়টার দিকে, ফার্মগেট এলাকায় সাম্প্রতিক বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনাস্থলে কিছুটা কম্পন অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তবে ওই সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল আংশিকভাবে চালু ছিল।
রাতেই ডিএমটিসিএল-এর প্রকৌশল বিভাগ দুর্ঘটনাস্থলসহ বেশ কয়েকটি স্থানে মেরামত ও স্থিতিশীলতা পরীক্ষা পরিচালনা করে। পরবর্তী পর্যবেক্ষণে কোনো ঝুঁকি না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই সব রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

যদিও পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়েছে, তবু ফার্মগেট দুর্ঘটনাস্থলে সতর্কতামূলকভাবে ট্রেনের গতি কিছুটা কমিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা বলেছে, এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া অস্থায়ী পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page