স্টাফ রিপোর্টার,
চাঁদপুরের মতলব দক্ষিণে চার ছেলের নেশা ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধেই থানায় মামলা করেছেন এক মা। শনিবার (২৫ অক্টোবর) মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী হোসনেয়ারা বেগম। তিনি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের মোখলেসুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী জানায়, মোখলেসুর রহমানের চার ছেলে— পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০)— দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। নেশার টাকার জন্য তারা প্রায়ই বাবা-মাকে মারধর করত।
গত ২১ অক্টোবর ছোট ছেলে রাসেল ও তৃতীয় ছেলে কাউসার ইয়াবা সেবন করছিল। মা বাধা দিলে দু’জন মিলে তাকে বেধড়ক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস মিয়া গুরুতর আহত অবস্থায় তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চোখে পানি নিয়ে হোসনেয়ারা বেগম বলেন, “আমার চার ছেলেই নেশাখোর। তারা আমাদের ভরণপোষণ দেয় না, উল্টো প্রতিদিন গালাগাল আর মারধর করে। ওই দিন কাউসার আমাকে পিটিয়ে আহত করেছে। এখন আর সহ্য করতে পারছি না— তাই থানায় মামলা দিয়েছি।”
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, “মায়ের করা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হোসনেয়ারা বেগম— একজন মা, যিনি সন্তানদের বিরুদ্ধে আদালতের দোরগোড়ায় পৌঁছেছেন, শুধুই নিরাপত্তার আশায়।