October 27, 2025, 7:07 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

৪৯তম (বিশেষ) বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

জেডটিভি বাংলা ডেস্ক :


৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে। রোববার (১৯ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মৌখিক পরীক্ষার সময়সূচি আসছে শিগগিরই:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই পিএসসি’র ওয়েবসাইট ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সতর্কতা বার্তা:
ফল প্রকাশের সময় প্রার্থীদের সতর্ক করে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা না থাকা, প্রতারণা করা, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, কিংবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করা হবে। এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা
৪৯তম বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুধুমাত্র ঢাকা মহানগরে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page