October 27, 2025, 8:09 pm
Headline :

রাজাদের রাজত্বের দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে”—সারজিস আলম

রাজাদের রাজত্বের দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে”—সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সাধারণ মানুষ আর রাজাদের দাসত্ব মেনে চলবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যান্য অপকর্মের জন্য সকলকে হিসাব দিতে হবে।

শনিবার (১১ অক্টোবর) পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধার উদ্দেশে অনুষ্ঠিত লংমার্চের পথে তেঁতুলিয়ার তেঁতুল তলায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “পর্যটন ও প্রকৃতি সম্পদ সমৃদ্ধ জেলা পঞ্চগড়ের মানুষদের ওপর নির্যাতন চালিয়ে সুবিধা ভোগী কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে এসেছে। এনসিপি সাধারণ মানুষের হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে, তেঁতুলিয়ার ভূসম্পদ সরকারী ইজারায় হবে, আর কোন সুবিধাভোগীর হাতে থাকবে না। প্রশাসন জনগণের স্বার্থে কাজ করবে।

লংমার্চটি জেলার পাঁচ উপজেলার ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে শেষ হয়। পথে তেঁতুলিয়া চৌরাস্তা ও সিপাইপাড়া বাজারে দুটি পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চ শেষে শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য রাখেন সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page