নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার পর। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে বক্তব্য চলাকালে হঠাৎ পুলিশ জলকামান নিয়ে উপস্থিত হয় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটে পালান।
জাতীয় পার্টির অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এই আক্রমণ চালায়, যা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের শামিল।
তবে পুলিশি সূত্র থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।