জোর করে পদত্যাগ করানো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এসব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চললেও অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন।
তদন্ত চলাকালীন তাদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে নিয়মিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এতে বাধা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আদেশে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বেতন-ভাতা চালু রাখার বিষয়ে এর আগেও চলতি বছরের জানুয়ারিতে দুই দফা নির্দেশনা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেকের বেতন বন্ধ হয়ে যায়।