স্টাফ রিপোর্টার
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের মেডিসিন স্টোর রুম এবং পরিচালক কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক।
কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান সাংবাদিকদের জানান, হাসপাতালের তিনটি ওষুধ ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। কিছু অনিয়মের প্রমাণ পাওয়ায় বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় দুদক কার্যালয়ে আবেদন করা হবে।
দুদকের অনুসন্ধান কর্মসূচির সময় তারা হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের কাছ থেকে নথিপত্র এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। হাসপাতাল পরিচালক দাবি করেছেন, কেনাকাটায় কোনো অনিয়ম হয়নি এবং তারা দুদকের সঙ্গে তথ্য সরবরাহে সহযোগিতা করেছেন।
এর আগে, কুমেক হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর একাংশ প্রতিবাদ সমাবেশ করে হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন। এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট নেতাদের অপসারণের দাবিও তোলা হয়। পরে কেন্দ্র থেকে কুমিল্লা জেলা, মহানগর ও কুমেক হাসপাতাল শাখার ড্যাব কার্যক্রম স্থগিত করা হয়।
দুদকের অনুসন্ধান ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কুমেক হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের বিষয়টি এখন পূর্ণাঙ্গ তদন্ত পর্যায়ে গিয়েছে।