আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ভারতের মাটিতেই পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ সক্ষম যুদ্ধবিমান সুখোই সু-৫৭ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে মস্কো ইতোমধ্যেই নয়াদিল্লির কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে প্রস্তাবটি যাচাই-বাছাই করছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম ও রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ভারত দুই স্কোয়াড্রন অর্থাৎ ৩৮টি সু-৫৭ কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়াকে। রাশিয়ার পক্ষ থেকে এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয়েছে, বিমানগুলো নির্ধারিত সময়ে সরবরাহ করা হবে। তবে শুধু ক্রয় নয়, ভারতীয় মাটিতেই এই যুদ্ধবিমান তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে মস্কো।
চূড়ান্ত চুক্তি হলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (HAL) যৌথভাবে বিমান উৎপাদন করবে। সম্ভাব্য উৎপাদনকেন্দ্র হিসেবে মহারাষ্ট্রের নাসিক জেলার HAL কারখানার কথা ভাবা হচ্ছে—যেখানে এর আগে মিগ সিরিজ ও সুখোই সু-৩০ এমকেআই তৈরি হয়েছে।
সুখোই সু-৫৭ হলো রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের মাল্টি-রোল যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক স্টেলথ প্রযুক্তি, অতিরিক্ত গতিশীলতা, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার ক্ষমতা, দীর্ঘ পাল্লার অস্ত্রসজ্জা এবং সর্বধরনের আবহাওয়ায় অপারেশন পরিচালনার সক্ষমতা।
এর আগে রাশিয়া ভারতকে মিগ-২১, মিগ-২৯ ও সুখোই সু-৩০ এমকেআই সরবরাহ করেছে এবং স্থানীয় উৎপাদনের সুযোগও দিয়েছে। নতুন করে সু-৫৭ তৈরি হলে ভারত-রাশিয়া প্রতিরক্ষা অংশীদারিত্বে এটি হবে