আন্তর্জাতিক ডেস্ক :
পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী রাখা ও পাল্টা আঘাতের প্রস্তুতি যাচাই করতে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববারের এই উৎক্ষেপণ কার্যক্রম তদারকি করেন দেশটির নেতা কিম জং উন। সোমবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ তথ্যটি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ক্ষমতাসীন দলের আসন্ন কংগ্রেসের আগে সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে ধারাবাহিক কার্যক্রমে অংশ নিচ্ছেন কিম। এ ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। নির্ধারিত পথ পেরিয়ে পশ্চিম সাগরের ওপর দিয়ে উড়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
কিমের মতে, বিভিন্ন নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পারমাণবিক প্রতিরোধব্যবস্থার নির্ভরযোগ্যতা ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই জরুরি। কেসিএনএ জানিয়েছে, পারমাণবিক যুদ্ধ-সক্ষমতা বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস জানায়, রোববার সকালে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতা—বিশেষ করে পারমাণবিকচালিত সাবমেরিন প্রকল্প—উপদ্বীপের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
বিশেষজ্ঞদের ধারণা, পরীক্ষাটি এমন উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হতে পারে, যা প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। দক্ষিণ কোরিয়ায় ধারণা করা হচ্ছে, নববর্ষকে ঘিরেও আরও পরীক্ষার সম্ভাবনা রয়েছে।
কেসিএনএর তথ্যে আরও জানা যায়, একই দিনে একটি কাগজকল উদ্বোধনেও অংশ নেন কিম জং উন।
সূত্র: রয়টার্স