স্টাফ রিপোর্টার,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে অংশ নেওয়া গ্রামবাসীরা মাথায় হেলমেট পরে, হাতে ঢাল ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এতে একাধিক বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় শুক্রবার এক দফা সালিশ বসেছিল সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের নেতৃত্বে, তবে সমাধান হয়নি। রোববার বিকেলে দ্বিতীয় দফা বৈঠকে সিদ্ধান্তে একমত না হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে জেলা পুলিশের অতিরিক্ত বাহিনী পাঠানো হলে পরিস্থিতি শান্ত হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের জানান, “এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।” গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, সংঘর্ষে গ্রামবাসীরা বেপরোয়া হয়ে পড়েছিল। জেলা পুলিশের সহায়তায় এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।