আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে।
গত সোমবার আসরের নামাজ চলাকালীন হঠাৎ করে ভবনটির একটি অংশ ধসে পড়ে। ওই সময় মাদ্রাসার শিক্ষার্থীরা নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও জানান, রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৪ জন জীবিত, আর ৩৭ জন মৃত। তিনি বলেন, “এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন।”
আরও পড়ুন:
নেপালে নিরাপত্তা নিয়ে শঙ্কা: ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা
জাতিসংঘে ড. ইউনূস: মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ জরুরি
পৃথক এক বিবৃতিতে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও নিহতের সংখ্যা ৩৭ বলে নিশ্চিত করেছেন।
তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নিম্নমানের নির্মাণের কারণেই ভবনটি ধসে পড়তে পারে। নিখোঁজদের পরিবার গত বৃহস্পতিবার উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছেন। কারণ, জীবিত উদ্ধারের সর্বোত্তম সময়সীমা ৭২ ঘণ্টা পার হয়ে গেছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার সময় নামাজে অংশ নিতে মাদ্রাসার ভেতরে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।