নিজস্ব প্রতিবেদক
“মহান স্রষ্টায় সমর্পিত হয়ে মানুষ ও মনুষ্যত্বের মুক্তিতে মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে একাত্ম হোন”—এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে মুক্তিজোট আয়োজিত আলোচনা সভা। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় “অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে প্রাপ্তি ও প্রত্যাশা করণীয়” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সচেতন সামাজিক শক্তির উত্থানের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্মিত হবে। ডান-বাম নয়, সকলকে বাংলাদেশ বরাবর হাঁটতে হবে—এমন প্রত্যয়ে তারা শ্রমিক-মালিক ঐক্যের ভিত্তিতে স্থানীয় সরকারভিত্তিক জাতীয় সরকার গঠনের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন: আবু লায়েস মুন্না, সংগঠন প্রধান, মুক্তিজোট, মোঃ শাহজামাল আমিরুল, সাধারণ সম্পাদক, মুক্তিজোট, এড. মুহাম্মদ ইউসুফ, জেলা আহ্বায়ক, কুমিল্লা, শ্রমিক মুক্তিজোট, মুহাম্মদ আওলাদ হোসেন, সদস্য, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক মুক্তিজোট, সৈয়দ নামর আলী শাহ ইপসা, শ্রমিক মুক্তিজোট, মোঃ রাশেদুল ইসলাম খোকন, আহ্বায়ক, শ্রমিক মুক্তিজোট, এসএম ইমরান আহসান, সদস্য সচিব, শ্রমিক মুক্তিজোট,
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: মুহাম্মদ শাহিনুর রহমান, সদস্য, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক মুক্তিজোট, আবু হাসান প্রধান, সদস্য, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক মুক্তিজোট, মাসুদ রানা রুবেল, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, শ্রমিক মুক্তিজোট, মোঃ ইমন বারিক, উপদেষ্টা, শ্রমিক মুক্তিজোট, মোঃ আব্দুল আউয়াল, আহ্বায়ক, মুক্তিজোট, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, জেলা আহ্বায়ক, হবিগঞ্জ, মুক্তিজোট, মোঃ আনিছুর রহমান, আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিক মুক্তিজোট, ইঞ্জি. মুহাম্মদ হাবিবুর রহমান, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিক মুক্তিজোট, মোঃ মেহেদী হাসান, সদস্য, কেন্দ্রীয় কমিটি, শ্রমিক মুক্তিজোট,
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং আগামীর করণীয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। আয়োজনে: বাংলাদেশ শ্রমিক মুক্তিজোট