January 9, 2026, 10:31 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

রাবিতে রাজাকার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন রাবি ছাত্রদলের

ক্যাম্পাস প্রতিনিধি:

মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রাজাকার, আলবদর, আলশামসদের’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘হানাদার হান্ট’ নামে এই উদ্যোগ গ্রহণ করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

সরাসরি দেখায়, তিনটি মাটির হাঁড়িতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ লেখা ছিল। অংশগ্রহণকারীরা সেখানে জুতা নিক্ষেপ করছেন এবং যাদের হাঁড়িতে সঠিকভাবে জুতা লাগতে পারে, তাদের চকলেট পুরস্কার দেওয়া হচ্ছে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “একাত্তরে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর দোসররা লাখ লাখ নারীকে নির্যাতন ও হত্যা করেছে। সেই সঙ্গে যারা লাল-সবুজের পতাকার জন্য প্রাণ দিয়েছে, তাদেরও নির্মমভাবে হত্যা করেছে। মহান বিজয় দিবসে আমরা এসব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব অস্বীকার করে, লাল-সবুজের পতাকাকে অবমূল্যায়ন করে এবং পাকিস্তানপন্থী চেতনা ধারণ করে, তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হয়েছে।”

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু জানান, “একাত্তরের ঘাতক দালালরা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করে জনগণকে হত্যা করেছিল। তাদের প্রতি ঘৃণা ও ইতিহাস স্মরণ করতেই আজকের এই উদ্যোগ। একাত্তরের দেশদ্রোহী রাজাকারদের ক্ষমা দেওয়া ছিল একটি চরম ভুল, যার মাশুল আজও আমরা দিচ্ছি। তাদের আদর্শধারী ও বংশধররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।”

মিঠু আরও বলেন, “যারা প্রকাশ্য দিবালোকে স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজও তারা নেতিবাচক প্রচারণা চালিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমাদের এই কর্মসূচি সেই চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *