বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালীর একটি বাগানে নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট জমা দিয়েছেন যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।
চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে বেনাপোলের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে তিনি ইয়াসিন আরাফাত নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। দোকানে কথাবার্তার একপর্যায় বেড়াতে যাওয়ার প্রস্তাবে তাঁকে আসামি জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেওয়া হয়। এরপর অপর তিন আসামি মোটরসাইকেলে তাঁদের পিছু নেন এবং এক বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
অসুস্থ হয়ে পড়া ওই নারী জাতীয় জরুরি সহায়তা ৯৯৯-এ ফোন করলে ঝিকরগাছা থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে সন্ধ্যায় চারজনকে আটক করা হয়।
আসামিরা হলেন— ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, “তদন্ত শেষে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।”