গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাঃ সুজাউদ্দৌলা সুজার নামাযে জানাজা শনিবার দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রথম নামাযে জানাজা সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ চত্তরে অনুষ্ঠিত হয়।
ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ২০ আগস্ট ২০২৫ রাত ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে হার্ট অ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।