নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে আজ সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এ সময় চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) তার নিরাপত্তা নিশ্চিত করে।
হাসপাতাল এলাকায় স্বাভাবিক পরিবেশ
দুপুরের পর থেকে হাসপাতালের সামনে নেতাকর্মীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। কেবল পথচারীদের কিছুটা ভিড় দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংবাদমাধ্যমকর্মীরা সেখানে অবস্থান করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা
গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থাকে সংকটাপন্ন বলে জানায় বিএনপি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।