সাভার প্রতিনিধি:
সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার অসুস্থ হয়ে বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ তাকে দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহম্মেদ মুন্না। এ সময় তিনি জামাল উদ্দিন হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, জামাল উদ্দিন হাওলাদার সবসময় দলের জন্য নিবেদিতভাবে কাজ করে এসেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন তারা।