নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় দেশী তৈরি ৫টি একনলা এবং ১টি এলজি অস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানা পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯:৫০ মিনিটে স্থানীয় জগদীশপুর গ্রামের চেয়ারম্যান বাড়ি কবরস্থান পরিষ্কার করার সময় স্থানীয়রা কাগজে মোড়ানো অবস্থায় এই অস্ত্রগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
বেগমগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।