চট্টগ্রাম প্রতিনিধি:
দেশনেত্রী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর চাতরী জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকালে উত্তর চাতরী শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–অর্থ সম্পাদক আবদুল মাবুদ,
আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য এডভোকেট শফিউল আযীম শাকিল,চাতরী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি।
এছাড়া কৃষক দলের সংগঠক আব্দুল মতিন, জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেকান্দার, যুবদলের সংগঠক মোহাম্মদ ফরিদ, আবু তাহের, আরিফ, মোহাম্মদ আজিম, কামাল, সাদ্দাম, শুভ, কাইয়ুম, জমির সরকার, আবির, হেলাল, শাওন, কলি, জাকির আহমদ, আজিজুল হক, রাশেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ–অর্থ সম্পাদক আবদুল মাবুদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। আমরা সবাই দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।”
মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং আনোয়ারা বিএনপির ঐক্য ও সাফল্য কামনা করে উত্তর চাতরী জামে মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।