কবির হোসেন দেওয়ান :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের চানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খন্তাখালি সেন্ট্রাল কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন তালুকদার।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন ভলু আকন, হারুন বিশ্বাস, আমির হোসেন দেওয়ান, ইব্রাহিম বকসি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন গোলদার
এছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন দেওয়ান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম রাড়ী, সাধারণ সম্পাদক বাকের তালুকদারসহ ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় অংশ নেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনির হোসেন বাঁঘা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইউব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আফছার হোসেন ও সাধারণ সম্পাদক মোশারফ শাহ, ছাত্রদলের সভাপতি সাকিব তালুকদার এবং মহিলা দলের নেত্রী মাজেদা বেগম ও জিলকত বেগমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও বহু নেতাকর্মী।
বক্তারা বলেন, বরিশাল–০৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।