অনলাইন ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ তরুণীর বাড়িতে অনশন করেছেন। তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।
জানা যায়, শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে ওই তরুণীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন আবুল কাসেম। তবে বর্তমানে তিনি অনশনে নেই।
আবুল কাসেম জানান, স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে বিয়ে করার ইচ্ছায় বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করছিলেন। প্রায় দুই মাস আগে মাহিনুর নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি জানান, বিয়ের প্রস্তাবে তরুণী রাজি হওয়ার পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৩৫–৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। পরে চার-পাঁচ দিন খোঁজাখুঁজির পর অবশেষে ওই তরুণীর বাড়ি খুঁজে পান।
তার দাবি, “হয় আমাকে টাকা ফেরত দিতে হবে, নয়তো বিয়ে করতে হবে। মাহিনুর আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি এর বিচার চাই।”
এলাকাবাসীর অভিযোগ, মাহিনুর বিভিন্ন পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেন। তবে বিষয়টি অস্বীকার করে মাহিনুর মুঠোফোনে জানান, তার সঙ্গে কোনো প্রতারণা হয়নি।
বড়মাছুয়া ইউনিয়নের ইউপি সদস্য পলাশ ফকির জানান, বৃদ্ধ ও তরুণী—দুজনই একাধিক বিয়ে করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।