গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সংযোগকারী তিস্তা পিসি গার্ডার সেতুর নামকরণ নিয়ে এলাকাবাসীর জোর দাবি উঠেছে। তারা চান সেতুটির নামকরণ করা হোক “শরীয়তুল্লাহ মাষ্টার সেতু”।
সোমবার (১৮ আগস্ট) সেতু এলাকায় “শরীয়তুল্লাহ মাষ্টার সেতু বাস্তবায়ন কমিটি” ও এলাকাবাসীর আয়োজনে এক ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন হাসান মাসুদ খান বাদল, শরিফুল ইসলাম, রাখিকুল রহমান, বিপুল মিয়া, শামীম মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা পিসি গার্ডার সেতু বাস্তবায়নের মূল কারিগর ছিলেন শরীয়তুল্লাহ মাষ্টার। তিনি দীর্ঘ ২০ বছর এই সেতু বাস্তবায়নের জন্য আন্দোলন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আজ সেতু বাস্তবায়িত হয়েছে।
বক্তারা আরও বলেন, “মওলানা ভাসানীর নামে দেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। তাই এ সেতুর নামকরণ করে শরীয়তুল্লাহ মাষ্টারের অবদানকে সম্মান জানানোই হবে এলাকাবাসীর প্রত্যাশা।”
আগামী ২০ আগস্ট সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।