গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে সারদাগঞ্জ উত্তর পাড়া বিএনপি শাখা কার্যালয়ে ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া ও সভাপতি আব্দুল করিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা। এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের সংকটময় মুহূর্তে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন এবং গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বলেও জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।