মো. জোনাব আলী,
আরিপপুর উত্তর পাড়া জামে মসজিদে তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ১৬ নং মির্জাপুর ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে, আর তাঁর দ্রুত সুস্থতার জন্য এ প্রার্থনা অব্যাহত থাকবে।