নিজস্ব প্রতিবেদক,
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন হাজির পাড়া বাজারের পাশে যাত্রীবাহী বাস খালে পরে অন্তত ১৫ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত আনন্দ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার ফলে বাসে থাকা অনেক যাত্রী আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ওই অংশে দীর্ঘদিন ধরে খানা-খন্দকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে, যা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।