কাউনিয়া প্রতিনিধি,
রংপুরের কাউনিয়ায় উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ভায়ারহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র এবং তিনি টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত কর্তৃক ৩০ দিনের আটকাদেশ গ্রেফতারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাঁকে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।