নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আরিফ (২৬), মো. হারুন অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রাসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।
ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ এলাকাটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।