লালমনিরহাট প্রতিনিধি:
প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই বিভাগীয় কোরআন প্রতিযোগিতায় নজরকাড়া কৃতিত্ব দেখিয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের মানাজিলুল কুরআন হিফজ মাদ্রাসা। জাতীয় ও বিভাগীয় প্রতিযোগিতার মঞ্চে তাদের এই অর্জন স্থানীয়ভাবে আলোড়ন তুলেছে। ‘জাতীয় হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এর রংপুর বিভাগীয় পর্বে মাদ্রাসাটির ছাত্র মো. মুনতাসির রহমান অসাধারণ পারফরম্যান্স করে সবার নজর কাড়ে।
জেলা পর্যায়ে প্রথম স্থান (১২ অক্টোবর)
বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান (২৪ নভেম্বর)
প্রতিষ্ঠার এক বছরের মাথায় এমন অর্জন একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠাতার প্রতিক্রিয়া: “এটি আল্লাহর রহমত ও নিষ্ঠার ফল” মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী হাবিবুর রহমান নূরনবী অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন-“প্রতিষ্ঠার মাত্র এক বছরেই আমাদের ছাত্র মুনতাসিরের সাফল্য আল্লাহর বিশেষ রহমত। শিক্ষক–শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল এটি। আমরা শুধু হাফেজ তৈরিই নয়-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করছি।”
বিজয়ী ছাত্র মুনতাসির জানান-“এই সাফল্য আল্লাহর অনুগ্রহ। হুজুরদের দিকনির্দেশনা ছাড়া সম্ভব হতো না। সবাই দোয়া করবেন, যেন কোরআনের খেদমতে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে পারি।” মাদ্রাসার এই সফলতায় স্থানীয় শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে লালমনিরহাটের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও আরও বড় সাফল্য দেখাতে সক্ষম হবে।
সাফল্যের প্রমাণ
এই অর্জন আবারও প্রমাণ করেছে-উদ্যম, অধ্যবসায় এবং নিবিড় তত্ত্বাবধানে নতুন প্রতিষ্ঠানও অল্প সময়েই জাতীয় মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।