কুড়িগ্রাম প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম কুদরাত-ঈ-খোদা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এসএম মোক্তারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাইল হোসেন এবং আরডিআরএস প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ সরকার।
আলোচনা সভায় জেলার বিভিন্ন স্তরের খামারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত), আরডিআরএস, লাবিব এগ্রো ফার্মা ও দুগ্ধজাত পণ্যসহ ৫০টি স্টল পরিদর্শন করেন।