নিজস্ব প্রতিবেদক,
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জননন্দিত নেতা জনাব আনোয়ারুল হক কামাল আজ ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলেন। এছাড়া তিনি সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএইচ রুবেল এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “আল্লাহ পাক তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।”