নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার শাজাহানপুরে একটি বাড়ির একই কক্ষ থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ এবং মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয়রা ঘরে প্রবেশ করে লাশগুলো দেখতে পেয়ে থানায় খবর দেন। ঘটনায় নিহত হয়েছেন সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই শিশু—সাত মাস বয়সী সাইফ ও চার বছরের সাইফা। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের বিছানায় দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর কিছু দূরেই খাটের ওপর ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সাদিয়া বেগমের মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে তিনটি মরদেহ উদ্ধার করে। নিহত সাদিয়ার পরিবারের দাবি, দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। গত শুক্রবার সেনাবাহিনী থেকে ছুটিতে বাড়ি ফেরেন শাহাদত। এরপর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয় বলে স্বজনদের অভিযোগ। সাদিয়ার খালা কল্পনা আক্তার বলেন, সোমবার শাহাদত তাঁর শ্বশুরের কাছে মোটরসাইকেল দাবি করেন, যা নিয়ে তাদের মধ্যে তর্ক বাঁধে। তিনি দাবি করেন, “আমরা এসে দেখি বাচ্চাদের গলা কেটে মেরে সাদিয়াকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান জানান, দুই শিশুর গলা কাটা অবস্থায় এবং মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।তিনি আরও জানান, ঘটনার পর স্বামী শাহাদত অসুস্থ হয়ে পড়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং ঘটনার নেপথ্যের সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে।