নিজস্ব প্রতিবেদক :
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার চব্বিশ মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ছোট মেয়ে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নান্দীয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার আট বছর বয়সী মেয়ে জুবাইয়া খাতুন। পেশায় সিএনজি চালক জব্দুল মোটরসাইকেলে করে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটভর্তি একটি ট্রাক একই দিকের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। আহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬)কে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।