স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শিমুলতলী মেলায় সিগারেটের বাড়তি মূল্য না দেয়ায় এক স্থানীয় ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ২২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে।
মেলায় আসা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, নির্ধারিত মূল্যের থেকে বেশি দাম চাওয়ায় ক্রেতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মেলা কর্তৃপক্ষ ক্রেতাকে মারধর করে বসে। তাৎক্ষণিকভাবে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা মেলা কর্তৃপক্ষের সাথে বিবাদে জড়ায়। হূরোহুড়ি করতে গিয়ে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার স্থলে গিয়ে সবাইকে শান্ত করে পরিস্থিতি কন্ট্রোলে নেন। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যসূত্রে জানা যায়, তোর ছবি নিয়ে স্থানীয়দের সাথে মতবিরোধ তৈরি হয়। পরে এক পর্যায়ে তারা বিবাদে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ভাবে পুলিশ সবাইকে শান্ত করে এবং ঘটনার নিয়ন্ত্রণ নেন।