নিজস্ব প্রতিবেদক:
আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার মোঃ কবির হোসেন দেওয়ান-এর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে আসকের সভাপতি শামসুল আলম এবং শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি, চিত্রশিল্পী যুবরাজ খান সম্মাননা পদক পরিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীত রাজনৈতিক পরিস্থিতিতে কবির হোসেন দেওয়ান বিভিন্ন নির্যাতন ও ভোগান্তির শিকার হয়েছেন বলে দাবি রয়েছে। বক্তাদের বক্তব্য অনুযায়ী, তিনি পূর্ববর্তী সরকারের আমলে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে গ্রেপ্তার হয়ে দেশে এনে কারাগারে নিক্ষিপ্ত হন এবং একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে সরকারের পতনের পর মহামান্য আদালত তাকে জামিন প্রদান করেন। বর্তমানে সংশ্লিষ্ট মামলাগুলোর নিয়মিত হাজিরাও দিতে হচ্ছে তাকে।
সম্মাননা গ্রহণ করে কবির হোসেন দেওয়ান তাঁর প্রতি সংগঠনের এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবাধিকার রক্ষায় ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।