নিজস্ব প্রতিবেদক :
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে বুলডোজার নিয়ে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের পথরোধ করেছে পুলিশ। এতে ধাওয়া–পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে মিছিল নিয়ে এগোতে শুরু করেন। মিছিলের সামনে ছিল একটি বুলডোজার।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ মিছিল থামিয়ে দেয়। এ সময় মিছিলে থাকা শিক্ষার্থী ও জনতার কিছু অংশ পুলিশের দিকে এগোতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতায় ধানমন্ডি ৩২-এর বাড়ির কয়েকটি অংশ বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছিল বলে জানা যায়।
এদিকে, একই দিনে (১৭ নভেম্বর) ঘোষণা হওয়ার কথা রয়েছে জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। এই মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রায় দেবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।