আন্তর্জাতিক ডেস্ক,
মেক্সিকোতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া জেন-জি আন্দোলন অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে রূপ নিয়েছে। ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার প্রতিবাদে স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) ৫০টিরও বেশি শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য পরিচিত এক মেয়রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনলাইনে শুরু হওয়া প্রতিবাদ মুহূর্তেই তরুণদের ছাড়িয়ে সব বয়সী মানুষের আন্দোলনে রূপ নেয়।
শনিবারের বিক্ষোভে শুধু তরুণই নয়, বিরোধীদল সমর্থিত বয়স্ক নাগরিকরাও অংশ নেন। নিহত মেয়রের সমর্থকদেরও রাস্তায় দেখা যায়।
রাজধানী মেক্সিকো সিটিতে সবচেয়ে তীব্র পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি বড় দল প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে থাকা লোহার ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়। এতে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
এল ইউনিভার্সালের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা প্রাসাদের সীমানায় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাসকুয়েজ জানান, সংঘর্ষে অন্তত ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম মিলেনিওকে তিনি আরও জানান, বিক্ষোভকারীদের অন্তত ২০ জন আহত এবং ২০ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকো সরকার বলছে, এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের দ্বারা পরিচালিত নয়; বরং বিভিন্ন রাজনৈতিক শক্তির ইন্ধনে এটি বড় আকার ধারণ করেছে। বিরোধীদলের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তারা।