আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পরমার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, রামমোহন রায় ভারতীয় সমাজে বর্ণভিত্তিক বিভাজন বাড়াতে ভূমিকা রেখেছিলেন। পরমার এই মন্তব্য করেছেন বীরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে আগর মালওয়ায়। তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষার মাধ্যমে একটি ক্ষতিকর চক্র তৈরি হয়েছিল, যা ভারতীয় সংস্কারকরা ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলতেন। তার দাবি, বীরসা মুন্ডা এই চক্র ভেঙে আদিবাসী সমাজকে রক্ষা করেছিলেন।
এরপর রাজ্যজুড়ে এই মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস দল মন্তব্যটি “লজ্জাজনক” হিসেবে নিন্দা জানিয়েছে। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত প্রশ্ন তুলেছেন, যদি রামমোহন রায় সত্যিই ব্রিটিশদের এজেন্ট হতেন, তাহলে সতী প্রথা বিলুপ্তি কি ব্রিটিশ দালালির ফলাফল? পরমারের মন্তব্য নতুন নয়। এর আগে তিনি দাবী করেছিলেন, ভারতের আবিষ্কার ভাস্কো দা গামা নয়, বরং এক বণিক চন্দন করেছিলেন। এছাড়া তিনি কলেজ ও স্কুলগুলোকে নির্দিষ্ট কিছু বই সংযোজনের নির্দেশ দিয়েছিলেন, যা উগ্র ও কট্টরপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত লেখকদের লেখা। পরমারের এই বিবৃতিগুলো ভারতের ইতিহাস ও শিক্ষানীতি নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।