বেগমগঞ্জ সংবাদদাতা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সৎ মায়ের হাতে নির্মমভাবে খুন হয়েছে তিন বছরের এক শিশুকন্যা। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা শিউলি আক্তারকে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে। নিহত শিশুর নাম সুমাইয়া আক্তার। সে প্রবাসী ফয়সাল আহমেদ (শাকিল)-এর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল আহমেদ প্রবাসে থাকেন এবং কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রী শিউলি আক্তারকে বাড়িতে রেখে যান। পারিবারিক কলহের জেরে সোমবার সকালে শিউলি আক্তার ছোট সুমাইয়ার গলায় চাপ দিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং শিউলি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সৎ মা হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।