January 12, 2026, 6:30 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

‘‘লকডাউনকে” কেন্দ্র করে সাভারের আমিনবাজারে পুলিশের চেকপোস্ট

‘‘লকডাউনকে” কেন্দ্র করে সাভারের আমিনবাজারে পুলিশের চেকপোস্ট
‘‘লকডাউনকে” কেন্দ্র করে সাভারের আমিনবাজারে পুলিশের চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সামনে রেখে রাজধানীর প্রবেশদ্বার সাভারের আমিনবাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের ব্যাপক তল্লাশি চালানো হয়।

সারাদিন ধরে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে স্থানীয় পরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল প্রায় স্বাভাবিক।। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন— আগামীকালকের ‘লকডাউনকে কেন্দ্র করে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতা বা নৈরাজ্য ঠেকাতে প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে তল্লাশি অভিযান নিয়মিতভাবে চলবে।

চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, প্রতিটি গাড়ি ও যাত্রীর প্রতি সন্দেহজনক আচরণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ অস্বাভাবিকভাবে আচরণ করলে বা বৈধ কাগজপত্র না দেখাতে পারলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, চেকপোস্ট কার্যক্রমের ফলে এলাকায় নিরাপত্তাবোধ বেড়েছে। তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে পুলিশকে আরও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন অনেকে।

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ও আশপাশের এলাকায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ঢাকার সব প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা বিশেষ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *