বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে কেন্দ্র করে কানাডায় তৈরি হওয়া বিতর্ক থামছে না। সম্প্রতি অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অভিনেত্রীর প্রায় তিন ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠার কারণে দর্শক ও দর্শকসভায় বিশৃঙ্খলা দেখা দেয়।অনুষ্ঠানের দর্শকরা অভিযোগ তুলেছেন, নির্ধারিত সময়ে মঞ্চে না ওঠায় তারা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। যদিও দেরির দায় আয়োজক দলকে চাপিয়ে দেওয়া হয়, ক্ষোভের মুখে পড়তে হয় মাধুরীকে। দর্শকরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
এই বিতর্কের আবহেই, মাধুরী কোনো সরাসরি মন্তব্য না করে টরন্টোর দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। অনুষ্ঠান থেকে মাত্র তিন দিন পরে তিনি লিখেছেন, “টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান শেষ, এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কের পালা।” তবে অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা সমালোচনা করেছেন। অনেকেই মনে করছেন, বিতর্ক চাপা দিতে এমন পোস্ট করেছেন, যা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা বলেই মনে করছেন। দর্শকরা সরাসরি মাধুরীর কাছে কানাডার অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এছাড়া, পোস্টে ব্যবহৃত ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনিও দর্শকদের মধ্যে আপত্তি সৃষ্টি করেছে। অভিযোগ, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা শুধু অভিনেত্রীর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। দর্শকদের অভিযোগ, এই প্রচার ভুল বা বিভ্রান্তিকর।